Breaking News
Empanelled Hospitals under West bengal Helath Scheme
Empanelled Hospitals under West bengal Helath Scheme

পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের তালিকাভুক্ত নার্সিংহোম গুলি কিভাবে খুজবেন?

পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণ মুখে প্রকল্প হলো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বীমা (West Bengal Health Scheme) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, পেনশনার এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন। তবে অনেক ক্ষেত্রেই কোন হাসপাতালে ভর্তি হবেন সেই নিয়ে ধন্ধে থাকেন।

এক্ষেত্রে একটাই পরামর্শ যদি সম্ভব হয় অবশ্যই হেলথ স্কিমের অন্তর্ভুক্ত নার্সিংহোম বা হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি হবেন। অন্যথায় নগদহীন পরিষেবা পাওয়া যাবে না বা খুব কম পাওয়া যাবে। কোন হাসপাতাল গুলি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত আছে তা জানার জন্য এই নিবন্ধটি ভালো করে দেখুন।

তালিকাভুক্ত হাসপাতাল বা নার্সিংহোমের লিস্টটি দেখার জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটি হলো- https://wbhealthscheme.gov.in/

ওয়েব সাইটটি ওপেন করার পর উপরের মেইন মেনু থেকে Hospital অপশন এ ক্লিক করে Empanelled Hospital অপশন এ ক্লিক করতে হবে। এখানে চার ধরনের হসপিটালের লিস্ট পেয়ে যাবেন। এগুলি হল সরকারি হাসপাতাল, স্থানীয় সংস্থার হসপিটাল, সরকার সাহায্যপ্রাপ্ত হসপিটাল এবং বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

সমস্ত সরকারি হসপিটাল পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের অন্তর্ভুক্ত। স্থানীয় সংস্থার হসপিটালগুলিও পশ্চিমবঙ্গের হেলথ স্কিমের অন্তর্ভুক্ত। এছাড়াও 13 টি রাজ্য সাহায্য প্রাপ্ত হাসপাতাল আছে যেগুলি হেলস ক্রিমের অন্তর্ভুক্ত। অফিসিয়াল ওয়েবসাইটে এই ১৩ টি হাসপাতালের লিস্ট পেয়ে যাবেন।

বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার গুলি তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যথাক্রমে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণি, এবং তৃতীয় শ্রেণি। প্রত্যেকটি শ্রেণীর হাসপাতালের নাম আলাদা লিংক দিয়ে যুক্ত করা আছে। এই লিংকে ক্লিক করে হাসপাতালের নাম গুলি চেক করে নিতে হবে।

আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, প্রত্যেকবার ভর্তির আগে অবশ্যই এই লিস্ট দেখে চেক করে নেবেন হাসপাতালটি পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতাভুক্ত আছে কিনা। অনেক সময় এই লিস্ট পরিবর্তিত হয় এবং তা আপডেট করা হয়ে থাকে।