কর্মী (karmi.in) এ আপনাকে স্বাগত জানাই। আমরা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ আদেশনামা, নির্দেশিকা, সাম্প্রতিক খবর সকলের আগে পৌঁছে দিতে প্রয়াস করছি।
এই ওয়েবসাইট এ কি কি পাবেন?
১) পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ আদেশনামা গুলি এখানে বাংলায় পাবেন।
২) পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের এবং অবসরপ্রাপ্ত কর্মীদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নির্দেশিকা।
৩) গুরুত্বপূর্ণ খবর যা সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সাহায্য করবে।
৪) গুরুত্ব পূরণ সার্ভিসে রুলস গুলি এখানে বাংলায় আলোচনা করা হবে।
৫) সরকারি কর্মচারীদের সকল প্রকার ছুটির নিয়ম এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
৬) বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যালকুলেটর এখানে প্রয়োজন অনুযায়ী দেওয়া হবে.
৭) প্রয়োজনীয় ফর্ম গুলি এখন থেকে ডাউনলোড করতে পারবেন।
Disclaimer:
This site and we are not responsible for content correctness, liability or accuracy. This website has no official connection with the Government of West Bengal. Thank you for being with us.