Holiday in West Bengal: পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর মঙ্গলবার একটি নোটিফিকেশন জারি করে রাজ্যে আরো একটি নতুন ছুটির ঘোষণা করল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন করম পূজা উপলক্ষে রাজ্যে পূর্ণাঙ্গ ছুটি থাকবে। এবার সেই ঘোষণা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (WBFIN)।
নতুন এই নোটিফিকেশন অনুযায়ী ২০২৩ সালের ছুটির তালিকাটি আংশিক পরিবর্তন করে করম পূজা উপলক্ষে পূর্ণাঙ্গ ছুটি দেওয়া হল। পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী করম পূজাতে আংশিক ছুটি (Sectional Holiday) ছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার এই ছুটি থাকবে।
২৫ সেপ্টেম্বর ২০২৩ করম পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিস, দপ্তর, লোকাল বডি অফিস, বোর্ড, কর্পোরেশন, সরকারি বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, সরকারের উন্ডারটেকিং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকবে।