Breaking News
How to download pay slip
How to download pay slip

WBIFMS থেকে কিভাবে পে স্লিপ ডাউনলোড করবেন? | How to download payslip form WBIFMS?

প্রতি মাসের বেতন ব্যাঙ্ক একাউন্ট এ পাওয়ার পর প্রত্যেক কর্মচারীর উচিত নিজের নিজের বেতন এর রাশিদ বা পে স্লিপ টি তদারকি করে দেখে নেওয়া সব কিছু ঠিক আছে কিনা। এখন এই কাজটি অনেক সহজ হয়ে গিয়েছে অনলাইন এ পে স্লিপ ডাউনলোড করে নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা WBIFMS Portal  থেকে খুব সহজেই নিজেদের পে স্লিপ ডাউনলোড করে নিতে  পারেন। কিভাবে পে স্লিপ ডাউনলোড করবেন তা এই  আর্টিকেলে বিস্তারিত ভাবে দেখানো হলো। পে স্লিপ ডাউনলোড করার আগে প্রত্যেক কর্মচারীকে WBIFMS পোর্টাল এ রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে দেখে নিন কিভাবে এই পোর্টাল এ রেজিস্ট্রেশন করবেন।

কিভাবে WBIFMS  পোর্টাল এ রেজিস্ট্রেশন করবেন? | How to Register in WBIFMS?

১) যে কোনো ব্রাউজার ওপেন করে https://wbifms.gov.in  এই ওয়েবসাইট টি ওপেন করতে হবে।

২) এরপর e-Services for Employees অপশনে ক্লিক করে Sign up for Registration এ ক্লিক করতে হবে।

৩) Registration form এ প্রথমে HRMS ID অর্থাৎ এমপ্লয়ী নম্বর দিতে হবে, HRMS এ রেজিস্টার করা মোবাইল নম্বরটি (অফিস দেওয়া মোবাইল নম্বর) পরবর্তী টেক্সট বক্সে লিখুন, এবং ক্যাপচা কোড টি দেখে দেখে নিচের ঘরে লিখতে হবে, এবং তারপর Register বাটন এ ক্লিক করতে হবে।

সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এ একটি OTP আসবে।

৪) নির্দিষ্ঠ টেক্সট বক্সে OTP টি লিখতে হবে, নিচের চেকবক্সটি সিলেক্ট করে “Create my account” অপশনে ক্লিক করতে হবে।

৫) সঙ্গে সঙ্গে মোবাইলে একটি অস্থায়ী পাসওয়ার্ড চলে আসবে যা দিয়ে প্রথমবারের জন্য লগইন করতে হবে।

৬) এবার পুনরায় https://wbifms.gov.in  এই ওয়েবসাইট টি ওপেন করতে হবে এবং e-Services for Employees অপশনে ক্লিক করে Sign in অপশনে ক্লিক করতে হবে।

৭) এবার এমপ্লয়ী আইডি ও মোবাইল এ পাওয়া অস্থায়ী পাসওয়ার্ড টির সাহায্যে লগইন করতে হবে।

৮) প্রথমবার লগইন করার পর পাসওয়ার্ড টি পরিবর্তন করে নিতে হবে।

৯) পাসওয়ার্ড পরিবর্তন এর সময় Old password এর জায়গায় মোবাইলে পাওয়া অস্থায়ী পাসওয়ার্ড টি দিতে হবে এবং নতুন একটি পাসওয়ার্ড New Password এর জায়গায় লিখতে হবে।

পাসওয়ার্ডটি ৬ থেকে ১৫ টি বর্ণের দিতে হবে এবং বড় হাতের, ছোট হাতের, নম্বর এবং সিম্বল সহ দিতে হবে।

১০) এখন এই নতুন পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে।

বিস্তারিত জানার জন্য এখানে দেখুন: কিভাবে WBIFMS  পোর্টাল এ রেজিস্ট্রেশন করবেন?

কিভাবে পে স্লিপ ডাউনলোড করবেন? । How to download Pay Slip?

রেজিস্ট্রেশন করার পর লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।

এরপর বামদিকের মেনু থেকে My Documents এ ক্লিক করে View Payslip অপশন এ ক্লিক করতে হবে। এর ফলে ডানদিকে পে স্লিপ এর লিস্ট চলে আসবে।

Download Pay Slip WBIFMS 2022 Bangla

এখানে এক একটি বছরের সব পে স্লিপ গুলি পেয়ে যাবেন।

এখান থেকে যে মাসের পে স্লিপ ডাউনলোড করতে চান সেই মাসের icon এর ওপর ক্লিক করতে হবে। এর সাথে সাথেই পে স্লিপ ডাউনলোড হয়ে যাবে।

পূর্বের বা পরবর্তী বছরের পে স্লিপ ডাউনলোড করতে হলে ওপরের ত্রিভুজাকৃতি icon গুলিতে ক্লিক করতে হবে।

FAQ

Payslip কি?

Payslip হল বেতনের হিসাব সহ একটি রাশিদ যেটি প্রত্যেক কর্মচারী প্রতি মাসের বেতন পাওয়ার পর আধিকারিকের কাছ থেকে পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই পে স্লিপ ডাউনলোড করে নিতে পারেন।

কোথা থেকে পেস্লিপ ডাউনলোড করতে হয়?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা WBIFMS পোর্টাল অথবা WBIFMS app থেকে প্রতি মাসে পেস্লিপ ডাউনলোড করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *