পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর দ্বারা প্রকাশিত WBIFMS মোবাইল এপ্লিকেশন এর মাধমে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও অন্যান্য রা নানান রকমের অফিসিয়াল কাজ করতে পারেন। তবে এই মোবাইল এপ্লিকেশন টি ব্যবহারের পূর্বে ব্যবহারকারীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ MPIN তৈরি করে নিতে হবে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিভাবে WBIFMS app এ রেজিস্ট্রেশন করবেন তা এই নিবন্ধে দেখানো হল।
সবার আগে যা করতে হবে
WBIFMS এপ্লিকেশন এ রেজিস্ট্রেশন করার পূর্বে ব্যবহারকারীকে WBIFMS Portal এ রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এবং আপনার employee id ও পাসওয়ার্ড সঙ্গে রাখতে হবে।
দেখুন: কিভাবে wbifms পোর্টালে রেজিস্ট্রেশন করবেন
কিভাবে WBIFMS app এ রেজিস্ট্রেশন করবেন । How to register in WBIFMS App
১) প্রথমে গুগল প্লে স্টোর থেকে WBIFMS app টি install করে নিতে হবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২) ইনস্টল হয়ে গেলে app টি ওপেন করতে হবে।
৩) আপনার পছন্দমত ভাষা বেছে নিতে হবে (ইংরেজি/বাংলা)।
৪) এখানে আপনি ৩টি অপসন পাবেন। এখান থেকে Login as iFMS user অপসন এ ক্লিক করতে হবে।
এখানে একটি লগইন পেজ দেখতে পাবেন।
৫) প্রথমবার রেজিস্ট্রেশনের জন্য Sign Up অপশনে ক্লিক করুন।
রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম খুলবে।
৬) যত্নসহকারে সব ফিল্ড গুলি পূরণ করুন।
১) WBIFMS পোর্টালে রেজিস্টার করা মোবাইল নম্বরটি লিখুন।
২) ৪ টি অংকের একটি নম্বর লিখতে হবে। (এই নাম্বারটি মনে রাখতে হবে, পরবর্তী সময়ে লগইন এর জন্য এই MPIN টি লাগবে)।
৩) এখানে MPIN টি আবার লিখতে হবে।
৪) সিকিউরিটির জন্য একটি প্রশ্ন বেছে নিতে হবে।
৫) এবং একটি উত্তর লিখতে হবে। (যা পাসওয়ার্ড ভুলে গেলে পুনরায় ফিরে পাওয়ার জন্য প্রয়োজন হবে।
৬) টার্মস & কন্ডিশন এর চেকবক্সটি বেছে নিতে হবে।
৭) সবশেষে REQUEST OTP বাটন টিতে ক্লিক করতে হবে।
সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এ একটি OTP চলে আসবে।
৭) নির্দিষ্ট স্থানে OTP টি টাইপ করুন। এবং ভেরিফাই বাটন এ ক্লিক করুন।
৮) রেজিস্ট্রেশন সফল হওয়ার একটি মেসেজ দেখাবে।
৯) OK বাটন এ ক্লিক করুন।
এবার একটি লগইন পেজ খুলবে।
১০) মোবাইল নম্বর এবং আপনার তৈরি করা MPIN টাইপ করুন।
প্রফাইল পেজ দেখাবে।
১১) Link e-Services for Employees অপশনে ক্লিক করতে হবে।
১২) ESE অপশনটি সিলেক্ট করতে হবে। নির্দিষ্ট স্থানে WBIFMS পোর্টালে রেজিস্টার করা এমপ্লয়ী আইডি এবং পাসওয়র্ড লিখতে হবে। এবং সাবমিট বাটন এ ক্লিক করতে হবে।
WBIFMS পোর্টালে রেজিস্টার না করা থাকলে এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে WBIFMS পোর্টালে রেজিস্টার করবেন।
রেজিস্টার করা নম্বর ভেরিফাই করার জন্য আপনার ফোনে একটি OTP আসবে।
১৩) নির্দিষ্ঠ স্থানে OTP টি এন্টার করতে হবে। এবং ভেরিফাই বাটন এ ক্লিক করতে হবে।
১৪) user লিস্ট এর মধ্যে থেকে এমপ্লয়ী নম্বর এর পাশের (+) চিন্হটিতে ক্লিক করতে হবে এবং ESE বাটন এ ক্লিক করতে হবে।
এখন এমপ্লয়ী লগইন এর হোম পেজ ওপেন হবে।
১৫) সরকারি কর্মীরা তাদের পে স্লিপ ডাউনলোড করতে হলে, ছুটির আবেদন করতে হলে ESE অপশন টিতে ক্লিক করতে হবে।
এরপর ছুটির আবেদন, লোন এর আবেদন, জয়েনিং রিপোর্ট, ছুটির ব্যালান্স, পে স্লিপ ডাউনলোড সহ বেশ কিছু অপসন পেয়ে যাবেন।