নমস্কার, কর্মী.in (karmi.in) এর প্রথম আর্টিকেলে আপনাদের স্বাগত জানাই। এই আর্টিকেল এ দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা WBIFMS পোর্টালে প্রথমবার এর জন্য রেজিট্রেশন বা নিবন্ধন করবেন। তবে তার আগে চলুন জেনে নিই WBIFMS কি এবং কেন রেজিস্ট্রেশন করবেন?
WBIFMS কি ? | What is WBIFMS?
WBIFMS এর পূর্ণ রূপ হল “West Bengal Integrated Financial Management System”. যার বাংলা রূপান্তর করলে পাই “পশ্চিমবঙ্গ সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি” । WBIFMS হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের পরিচালিত একটি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি যার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের মধ্যে আর্থিক বন্টন, স্থানান্তর, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষন করা হয়। 2014 সালে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের দ্বারা এর সূচনা হয় এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ই-গভর্ন্যান্স এর একটি অবিচ্ছেদ্য অংশ হল এই WBIFMS.
WBIFMS পোর্টালে কারা রেজিস্ট্রেশন করতে পারবেন? । Who can register in WBIFMS Portal?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডিপার্টমেন্ট, ট্রেজারি অফিস, DDO, HOO অফিস গুলি অন্তর্ভুক্ত থাকে বিলিং, কর্মীদের ট্রান্সফার সহ অন্যান্য কাজ করার জন্য। এছাড়াও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা WBIFMS পোর্টালে নিজে থেকেই রেজিস্ট্রেশন করতে পারেন খুব সহজেই। এই আর্টিকেলে মূলত রাজ্য সরকারি কর্মীরা কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে আলোচনা করা হলো।
WBIFMS পোর্টালে রেজিস্ট্রেশন এর সুবিধা | Benefits of registration in WBIFMS portal
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য WBIFMS পোর্টালে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না হলেও এটি খুবই গুরুত্বপূর্ন। তাই প্রত্যেক সরকারি কর্মচারীদের উচিত এই পোর্টাল রেজিস্ট্রেশন করে নেওয়া। বর্তমানে নিম্নলিখিত সুবিধাগুলি কর্মচারীদের জন্য উপলব্ধ আছে:-
- পে স্লিপ ডাউনলোড: wbifms.gov.in এ রেজিস্ট্রেশন করে রাজ্য সরকারি কর্মীরা খুব সহজেই প্রতি মাসের পে স্লিপ বা স্যালারি স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন।
- অবশিষ্ট ছুটির সংখ্যা দেখা: রাজ্য সরকারি কর্মীরা নিজেদের কত ছুটি অবশিষ্ট আছে সেটা দেখতে পারেন এই পোর্টালে লগইন করে।
- ছুটির আবেদন: রাজ্য সরকারের গ্রুপ এ, বি এবং সি কর্মীরা ছুটির আবেদন করতে চাইলে তা অনলাইনে WBIFMS পোর্টালের মাধ্যমেই করতে হবে। ছুটির আবেদন বাতিল করা এবং পরিবর্তন করার প্রয়োজন হলেও তা এই পোর্টালের মাধ্যমেই করতে হবে।
- বার্ষিক ইনকাম ট্যাক্স রিপোর্ট ডাউনলোড: কোনো আর্থিক বছরের ইনকাম ট্যাক্স এর রিপোর্ট ডাউনলোড করতে পারবেন।
- জিপিএফ লোন/অগ্রিম : অনলাইনে GPF এর অগ্রিম এর জন্য আবেদন করতে পারবেন।
- GPF স্টেটমেন্ট ডাউনলোড: রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা এই পোর্টাল থেকে বার্ষিক GPF একাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। (অন্যান্য কর্মীরাও ডাউনলোড করতে পারবেন কিন্তু তা সম্পূর্ন রূপে আপডেট করা নাই। অন্যান্য কর্মীরা AGWB পোর্টাল থেকে বার্ষিক GPF স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন।)
- নমিনেশন এর আবেদন: এখন এই পোর্টালের মাধ্যমে নমিনেশন এর আবেদন করা যায়।
- হাউস রেন্ট ডিক্লারেশন জমা করা,
- GPF এর সাবস্ক্রিপশন বাড়ানো বা কমানো,
- ইনকাম ট্যাক্স কাটানোর আবেদন ইত্যাদি কাজ এখন WBIFMS পোর্টালে লগইন করেই করা যায়।
- এই পোর্টাল থেকেই অনলাইন SAR জমা করা যায়।
কিভাবে WBIFMS পোর্টালে রেজিস্ট্রেশন করবেন | How to register in WBIFMS Portal
১) যে কোনো ব্রাউজার ওপেন করে https://wbifms.gov.in এই ওয়েবসাইট টি ওপেন করতে হবে।
২) এরপর e-Services for Employees অপশনে ক্লিক করে Sign up for Registration এ ক্লিক করতে হবে।
৩) Registration form এ প্রথমে HRMS ID অর্থাৎ এমপ্লয়ী নম্বর দিতে হবে, HRMS এ রেজিস্টার করা মোবাইল নম্বরটি (অফিস দেওয়া মোবাইল নম্বর) পরবর্তী টেক্সট বক্সে লিখুন, এবং ক্যাপচা কোড টি দেখে দেখে নিচের ঘরে লিখতে হবে, এবং তারপর Register বাটন এ ক্লিক করতে হবে।
সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এ একটি OTP আসবে।
৪) নির্দিষ্ঠ টেক্সট বক্সে OTP টি লিখতে হবে, নিচের চেকবক্সটি সিলেক্ট করে “Create my account” অপশনে ক্লিক করতে হবে।
৫) সঙ্গে সঙ্গে মোবাইলে একটি অস্থায়ী পাসওয়ার্ড চলে আসবে যা দিয়ে প্রথমবারের জন্য লগইন করতে হবে।
৬) এবার পুনরায় https://wbifms.gov.in এই ওয়েবসাইট টি ওপেন করতে হবে এবং e-Services for Employees অপশনে ক্লিক করে Sign in অপশনে ক্লিক করতে হবে।
৭) এবার এমপ্লয়ী আইডি ও মোবাইল এ পাওয়া অস্থায়ী পাসওয়ার্ড টির সাহায্যে লগইন করতে হবে।
৮) প্রথমবার লগইন করার পর পাসওয়ার্ড টি পরিবর্তন করে নিতে হবে।
৯) পাসওয়ার্ড পরিবর্তন এর সময় Old password এর জায়গায় মোবাইলে পাওয়া অস্থায়ী পাসওয়ার্ড টি দিতে হবে এবং নতুন একটি পাসওয়ার্ড New Password এর জায়গায় লিখতে হবে।
পাসওয়ার্ডটি ৬ থেকে ১৫ টি বর্ণের দিতে হবে এবং বড় হাতের, ছোট হাতের, নম্বর এবং সিম্বল সহ দিতে হবে।
১০) এখন এই নতুন পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে।
View: How to register in WBIFMS Portal? (English)
FAQ:
WBIFMS কী?
WBIFMS এর পূর্ণ রূপ হল “West Bengal Integrated Financial Management System”. যার বাংলা রূপান্তর করলে পাই “পশ্চিমবঙ্গ সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি” । WBIFMS হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের পরিচালিত একটি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি যার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের মধ্যে আর্থিক বন্টন, স্থানান্তর, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষন করা হয়।
WBIFMS Full form কি ?
WBIFMS এর পূর্ণ রূপ হল “West Bengal Integrated Financial Management System”. যার বাংলা রূপান্তর করলে পাই “পশ্চিমবঙ্গ সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি” ।
WBIFMS এ কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা তাদের এমপ্লয়ী নম্বর দিয়ে WBIFMS পোর্টালে রেজিস্ট্রিটন করতে পারবেন।
3 comments
Pingback: WBIFMS থেকে কিভাবে পে স্লিপ ডাউনলোড করবেন?
Pingback: কিভাবে WBIFMS App এ রেজিস্ট্রেশন করবেন । How to register in WBIFMS App - KARMI.in
Pingback: কিভাবে WBIFMS App এ রেজিস্ট্রেশন করবেন স্ক্রিনশট সহ